পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালককে মির্জাপুরে কর্মরতদের স্মারকলিপি

মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালককে মির্জাপুরে কর্মরতদের স্মারকলিপি
পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালককে মির্জাপুরে কর্মরতদের স্মারকলিপি |নয়া দিগন্ত

পরিবার পরিকল্পনা অধিদফতর নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিতে মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকারের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিদর্শিকা মুর্শেদা আক্তার, পরিদর্শক মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, সহকারি জয়নব আক্তার, রুবি আক্তার নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তাদের ন্যায্য দাবি না মানা হলে রিপোর্ট প্রদান বন্ধসহ ডিসেম্বর মাসে তাদের সেবা বন্ধ করা হবে বলা হয়।