দিনের ভোট রাতে হয় এমন নির্বাচন চাই না : শ্যামল

জনগণ যাকে ভোট দেবে তাকেই মেনে নিব। তাই এমন কাজ করবেন না যাতে জনগণের সাথে দূরত্ব তৈরি হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ‘আমরা এমন কোনো নির্বাচন চাই না যেখানে ভোট দিনের বদলে রাতে হয়। জনগণ যাকে ভোট দেবে তাকেই মেনে নিব। তাই এমন কাজ করবেন না যাতে জনগণের সাথে দূরত্ব তৈরি হয়।’

শনিবার (৯ আগস্ট) বিকেলে জেলা শহরের টেংকেরপাড় পৌর মুক্তমঞ্চে বিজয় র‌্যালি শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্যামল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ নিজেদের পক্ষে নিলেও জনগণের প্রতিরোধের মুখে কোনো কিছুই টিকিয়ে রাখতে পারেনি। জনগণের শক্তিই আসল শক্তি—এ কথা প্রমাণিত হয়েছে।’

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের মিছিল একত্রিত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ বিজয় র‌্যালিতে জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এ বি এম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।