হৃদরোগ প্রতিরোধে ডা: জুবাইদা রহমানের বার্তা

‘হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস
ডা: জুবাইদা রহমান
ডা: জুবাইদা রহমান |সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: জুবাইদা রহমান বলেছেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি । হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এ প্রতিরোধ ব্যবস্থাগুলো প্রযোজ্য, যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে এর নিজস্ব ভবনে ফ্রি চিকিৎসা শিবিরে হৃদরোগীদের মাঝে চিকিৎসাসেবা ও হৃদরোগ প্রতিরোধমূলক পরামর্শ প্রদানকালে লিখিত এ বার্তা দেন তিনি।

এ চিকিৎসা শিবিরে তার লিখিত পরামর্শপত্র পাঠ করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি) সহকারী অধ্যাপক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী, অধ্যাপক ডা: ওয়াদুদুল হক তরফদার, অধ্যাপক ডা: আজফারুল হাবিব রোজ, শিশু হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ।

এ সময় উপস্থিত রোগীদের মাঝে ডা: জুবাইদা রহমান রচিত হৃদরোগ প্রতিরোধবিষয়ক পরামর্শমূলক পুস্তিকা বিতরণ করা হয়।