চৌগাছায় নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলায় গ্রেফতার ১

যশোরের চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
তাহাজ্জত হোসেন ওরফে টেনা (৫০)
তাহাজ্জত হোসেন ওরফে টেনা (৫০) |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলার দায়ে তাহাজ্জত হোসেন ওরফে টেনা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গ্রেফতার টেনাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, রোববার (৩১ আগস্ট) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার টেনা আন্দুলিয়া গ্রামের মাদরাসা পাড়ার বাসিন্দা আমিন মন্ডলের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী ওই নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন টেনা। তার প্রস্তাবে রাজি না হওয়ায় নানারকম হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তিনি। ঘটনার দিন ওই নারীকে বাড়িতে একা পেয়ে টেনা তার উপর ঝাঁপিয়ে পড়েন। ধস্তা-ধস্তির এক পর্যায়ে টেনা ওই নারীর একটি আঙ্গুল স্বজরে কামড়ে ছিঁড়ে নেয়। রক্তাক্ত অবস্থায় ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন এবং তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে টেনা পালিয়ে যান। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান ইমন জানান, আহত নারীর হাতের একটি আঙ্গুল তার শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ ঘটনাই ওই নারী তাহাজ্জত হোসেন ওরফে টেনাকে আসামি করে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছেন। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।