গত কয়েকদিন থেকে সিলেট নগরীতে সিলিন্ডার গ্যাসের সঙ্কট চলছে। বেশি দামেও মিলছে না এলপি গ্যাসের সিলিন্ডার। অনেকেই দোকান বন্ধ করে দিয়ে বাসা-বাড়ি থেকে বেশি দামে বিক্রি করছেন এসব সিলিন্ডার। ফলে জনসাধারণের ভোগান্তি বাড়ছে কয়েকগুণ।
এদিকে এমন খবরে নড়েচড়ে বসেছে প্রশাসন। এবার বাসা-বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিলিন্ডার জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন-২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে ‘মাখন চুলা ঘর’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, বসতবাড়িটিতে এলপি গ্যাস সিলিন্ডার মজুতের তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে ১২ কেজির ১৩০টি এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার পাওয়া যায়।
তিনি জানান, তথ্য অনুযায়ী ট্রাকটি গত দুই দিন ধরে সেখানে অবস্থান করছিল। কোনো ধরনের লাইসেন্স বা গোডাউন ছাড়াই বসতবাড়িতে এভাবে সিলিন্ডার রাখা বিধিসম্মত নয় এবং এতে অগ্নিনিরাপত্তার ঝুঁকি রয়েছে।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী দিনের মধ্যে ওই সিলিন্ডারগুলোর বিক্রির তথ্য অধিদফতরে জমা দিতে বলা হয়েছে। বর্তমানে গ্যাস সঙ্কট চলমান থাকায় এ ধরনের মজুত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
এর আগে, সিলেটে অধিক দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ দণ্ড দেন।
অধিদফতর জানায়, দোকানটিতে এক হাজার ৩০০ টাকার এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
এদিকে নগরীতে এলপিজি গ্যাস সঙ্কট দিন দিন প্রকট আকার ধারণ করছে। সরকারের কর ও ভ্যাট কমানোর উদ্যোগ এবং ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরও খুচরা বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় দোকানের সামনে খালি সিলিন্ডার পড়ে থাকতে দেখা গেলেও ভরা সিলিন্ডারের সঙ্কট রয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



