‘নন্দিত সুন্দর’ খ্যাত কবি আবদুল কুদ্দুস ফরিদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৭ ডিসেম্বর) শরীয়তপুর ভেদরগঞ্জের লাকার্তায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার স্ত্রী ও চার কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
কবি আবদুল কুদ্দুস ফরিদীর জন্ম ১৯৫৭ সালের ১৪ আগস্ট। কবিতা, গল্প, প্রবন্ধ ও ছড়া রচনার পাশাপাশি জ্যোর্তিবিজ্ঞান ও উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি, বাংলা ভাষার শব্দ, কবি নজরুলের কবিতা-গানে অলঙ্কার বিষয়ে গবেষণা করতেন। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে নীল সাগরের ডাক, নন্দিত সুন্দর, পারিজাত, রূপঝলমল প্রজাপতি ও রুবাই জলসা।
প্রকাশের অপেক্ষায় ছিল অন্তত ১২টি গ্রন্থ।
কবি আবদুল কুদ্দুস ফরিদী দৈনিক নয়া দিগন্ত, মাসিক মদীনা ও মুসলিম জাহানে দীর্ঘদিন সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন। দেশের আলোচিত ও শীর্ষ কবি-সাহিত্যিকদের সাথে তার ছিল নিবিড়ি ঘনিষ্ঠতা। শেষ জীবনে অসুস্থ অবস্থায় গ্রামে নীরবে-নিভৃতেই দিন কাটে তার।
এদিকে, প্রকাশকরা কবির পরিবারকে আর্থিক সহায়তার উদ্দেশ্যে অতি শিগগিরই নাগরিক শোকসভার আয়োজন করবেন বলে জানা গেছে।



