পাকুন্দিয়ায় অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেফতার ২

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করা হয়ছে। এ ঘটনায় আরো তিনজনের সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে পুলিশ।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
গ্রেফতার হিরু শেখ (৪৫) ও বিপ্লব (৪৫)
গ্রেফতার হিরু শেখ (৪৫) ও বিপ্লব (৪৫) |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো: সুলতান (৬২) নামের এক চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। পরদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোরিকশাচালক সুলতানের মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এ ঘটনার তদন্তে নামে। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করা হয়ছে। এ ঘটনায় আরো তিনজনের সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকার মরহুম জসিম উদ্দিনের ছেলে হিরু শেখ (৪৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে উপজলার পাটুয়াভাংগা ইউনিয়নের বাগপাড়া গ্রামের অটোরিকশাচালক সুলতান প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হন। পাকুন্দিয়া উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে তাকে কয়েকজনের একটি চক্র নেশা জাতীয় পানীয় সেবন করিয়ে অজ্ঞান করে অটোরিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরদিন অবস্থা অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুলতানের স্ত্রী মোছা. মিনা আক্তার ৮ আগস্ট পাকুন্দিয়া থানা মামলা দায়ের করলে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতার আসামিদের কাছ থেকে অটোরিকশা বিক্রয়ের নগদ ১৮ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতার এবং চোরাই অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।