নীলফামারীতে নবম শ্রেণির অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

মঙ্গলবার (৩০ ডিসম্বের) রাতে অভিযান চালিয়ে পুলিশ অপহৃত ওই ছাত্রীকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা বটতলা এলাকা থেকে উদ্ধার করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে জানান গ্রেফতার হওয়া ওই তিনজন।

Location :

Kishoreganj
নীলফামারীর কিশোরগঞ্জে অপহৃত নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
নীলফামারীর কিশোরগঞ্জে অপহৃত নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

নীলফামারী প্রতিনিধি ও কিশোরগঞ্জ সংবাদদাতা

নীলফামারীতে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের এক দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসম্বের) দুপুরে ওই ছাত্রীকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসম্বের) রাতে অভিযান চালিয়ে পুলিশ অপহৃত ওই ছাত্রীকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা বটতলা এলাকা থেকে উদ্ধার করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে জানান গ্রেফতার হওয়া ওই তিনজন।

গ্রেফতার হওয়া তিনজন হলেন— বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন (২২) ও একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২৫)।

ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ‘দণি দুরাকুটি একরামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ওই ছাত্রী মাদরাসা যাওয়া-আসার পথে গ্রেফতার আশরাফ আলী প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা তাকে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।’

তিনি আরো বলেন, ‘গত ২৯ ডিসেম্বর ভোরে ওই ছাত্রী প্রকৃতির ডাকে বাড়ির পেছনের বাথরুমে গেলে ওৎপেতে থাকা ওই তিনজন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। তার চিৎকারে এলাকাবাসী মোটরসাইকেল আটকানোর চেষ্টা করলে তারা দ্রুত সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে ওই ছাত্রীর বাবা আশরাফুল হক কিশোরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।’

ওসি বলেন, ‘এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে মুশা বটতলা এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় ঘটনায় সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’