পুলিশ সদস্যরা দুর্নীতিতে জড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি রেজাউল করিম

ফরিদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
বক্তব্য দিচ্ছেন রেজাউল করিম মল্লিক
বক্তব্য দিচ্ছেন রেজাউল করিম মল্লিক |নয়া দিগন্ত

পুলিশ সদস্যরা দুর্নীতিতে জড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা যদি কোনো অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। এসব বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই আন্দোলনে ফরিদপুরের শহীদ পরিবারদের মাঝে উপহার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আব্দুল জলিল প্রমুখ।

সভা শেষে পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস হলের (কল্যাণ সেড) উদ্বোধন করেন রেজাউল করিম মল্লিক।