কালুখালিতে রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেলস ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু
রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালীতে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা শেখ ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে বলে জানা গেছে।

নিহতের ভগ্নিপতি মো: মিলন খোকন শেখ জানান, ‘বাদশা বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। পরে বাদশা শেখ নিজেই কাছের এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে স্থানীয়রা জানায়, ‘সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেলস ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: মাসুদুর রহমান তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।