পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না : ড. মাসুদ

সে পালানোর তিন দিন আগে তার পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছে যে, তোমরা পালিয়ে চলে যাও, আমরা আর টিকতে পারবো না। কিন্তু তার দলের সেক্রেটারিকেও...

আসাদুজ্জামান সোহাগ, বাউফল (পটুয়াখালী)

Location :

Bauphal
বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ
বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না। তরুণ প্রজন্ম পরিবারতন্ত্রের রাজনীতির চরিত্র জাতির সামনে উম্মোচন করতে সক্ষম হয়েছে। বিগত ৫৩ বছর দেশের মানুষ একবার এই পরিবারতন্ত্রের হাতে শোষণের শিকার হয়েছে। তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। নিজেদের স্বার্থে সংবিধানকে কাটাছোঁড়া করে বারবার সংশোধন করেছে। সেই কাটাছোঁড়া সংবিধানের দোহাই দিয়ে জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন চালিয়েছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে মানুষের কণ্ঠরোধ করেছে। এদের কেউ ভারতে, কেউ লন্ডনে সেকেন্ড হোম গড়ে তুলেছে। এরা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের কথা ভাবে না, তাদের বলেও যায় না। এমনকি ৩ আগস্ট রাতেই শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের পালিয়ে যেতে বললেও দলের কোনো নেতাকর্মীকে বলেনি। যেই পুলিশ, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই সদস্যরা হাসিনার ক্ষমতা ধরে রাখতে দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন, গুম করেছে তাদেরকেও হাসিনা বলে যায়নি।

শুক্রবার (৪ জুলাই) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফলবাসীর দীর্ঘ দিনের দাবি বগা সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ফেরির পরিবর্তে বগা সেতু অত্যন্ত জরুরি। কিন্তু বিগত ১৭ বছর, দেশ স্বাধীনের ৫৩ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ছিল, হুইপ ছিল কেউই সেতু নির্মাণের কাজটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে নাই। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আপনাদের এই বগায় বাংলাদেশ-চীন ৯ম মৈত্রী সেতু নির্মাণের বিষয়ে কথা বলেছি। তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সকরারকে এজন্য আমরা ধন্যবাদ জানাই। আলহাদুলিল্লাহ আমাদের চেষ্টায় ইতোমধ্যে এই সেতুর জন্য কাজ শুরু হয়েছে।

নিজ নির্বাচনী এলাকার বিষয়ে ড. মাসুদ বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মানুষ ও রাজনৈতিক দল এই বগা এলাকায় প্রকাশ্যে সভা সমাবেশ করার সুযোগ পায়নি। আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহে আমরা জনগণের কল্যাণে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। এই বাউফলের তরুণ-যুবকদের জন্য আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে গেছি। করোনা সঙ্কটের সময় অনেকের চাকরি চলে গিয়েছিল, ব্যাবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কর্মসংস্থানের জন্য আমরা গবাদি পশু কিনে দিয়েছি, কৃষক ভাইদের জন্য কৃষি উপকরণ কিনে দিয়েছি। টেকনিক্যাল উপকরণ কিনে দিয়েছি। আমাদের মা-বোনদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে অস্বচ্ছলদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি। শীতকালীন শীতবস্ত্র বিতরণ করেছি। ওই সময় ওইসব বিতরণ করলে পুলিশ আমাদের গ্রেফতার করবে- এটা জেনেও বিগত ১৭ বছরে আপনাদের থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারেনি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। নদী বিধৌত এই বাউফলের বিভিন্ন সময়ের ঝড়-বন্যা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থদের খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছি। তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করেছি। আমারা হিন্দু সম্প্রদায়ের জন্য এই বগা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন উপকরণসহ সহায়তা প্রদান করেছি। ইসলামের ভিত্তিতে আমরা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। ইসলামী সমাজ বিনির্মাণ হলে, সমাজে কোনো বৈষম্য থাকবে না, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকতে পারবে না। তাই বাউফলবাসী এবার সিদ্ধান্ত নিয়েছে তারা ইসলামের পক্ষের শক্তিকে এবার তাদের নেতৃত্বে দেখতে চায়। একটি সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার সকলের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহা: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমির মাওলানা মো: ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা মু: রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুদ দাঈয়ান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ড. মাসুদ জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় বগা ইউনিয়নের তরুণ-যুবক ও ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করেন।