‘নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে’ উল্লেখ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভিসির নিজ এলাকা লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা প্রশাসন ও আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এতে স্বাগত বক্তব্য রাখেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: নুরুল আমিন।
ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি না থাকার কারণে অনেক প্রকল্পে বিদেশ থেকে জনবল এনে নিয়োগ দিতে হচ্ছে। এতে অনেক অর্থ বিদেশে চলে যায়। দক্ষ জনশক্তি থাকলে দেশের অর্থ দেশেই থাকত। তাই নারী-পুরুষ সকলকে কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’
নিজের অভিজ্ঞতা থেকে ভিসি আরো বলেন, ‘কারিগরি শিক্ষা হচ্ছে হাতে-কলমে শিক্ষা। তাই এই শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়। দেশের সরকারি-বেসরকারি প্রায় প্রতিটি সেক্টরে এই জনশক্তির চাহিদা রয়েছে। আমার জীবনে আমি একজনকেও দেখি নাই, যে কারিগরি শিক্ষা অর্জনের পর বেকার থেকেছে। তারা সাধারণ শিক্ষা অর্জনকারীদের অনেক আগেই চাকরি পায়।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: ইউনুছ, কলাউজান সুখছড়ী গৌর সুন্দর উচ্চ বিদ্যাপীঠের সভাপতি আব্দুর রহমান।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কয়েকশ শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।