ভেদরগঞ্জে নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

এদিকে তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নায় যেন ভারী হয়ে উঠেছে চারপাশ।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur
নিহত তায়েবা
নিহত তায়েবা |নয়া দিগন্ত

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দু’দিন পর সেপটিক ট্যাংক থেকে তায়েবা (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তায়েবা ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজাত মাদরাসার শিশু শ্রেণিতে পড়াশোনা করতো।

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়ে পড়ে তায়েবা। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে সখিপুর থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে ঢাকনা তুলে তায়েবার লাশ দেখতে পান। পরে সখিপুর থানা পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের চাচা রাজিব সরদার বলেন, ‘তায়েবা ছিল খুবই মায়াবী ও হাসি-খুশি একটি মেয়ে। আমরা কোনোভাবেই তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক।’

এদিকে তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নায় যেন ভারী হয়ে উঠেছে চারপাশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়েদুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শিশু তায়েবাকে হত্যার পর সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দিয়েছে। তার লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।