কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান

জন্মবার্ষিকী উদযাপনের এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম |সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী আগামীকাল রোববার (২৫ মে)। এ বছর জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজন হবে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান।

জন্মবার্ষিকী উদযাপনের এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’।

২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত নানা অনুষ্ঠানমালা থাকবে সবার জন্য উন্মুক্ত। তিন দিনব্যাপী অনুষ্ঠানে প্রথমদিন রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফরহাদ সিদ্দিক।

কুমিল্লা জেলা শিল্পকলায় আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার (২৭ মে) প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।