রায়গঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা

বিয়ের পর থেকে মোতালেব ঘরজামাই হিসেবে রোজিনার বাবার বাড়ি এরান্দহ গ্রামে বসবাস করছিলেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
সলঙ্গা থানা
সলঙ্গা থানা |সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুমন্ত স্ত্রী রোজিনা খাতুনকে (৩৫) গলা কেটে হত্যা করেছেন তার স্বামী মোতালেব হোসেন (৪৫)। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক মোতালেব ব্রক্ষগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে। মোতালেব-রোজিনা দম্পতির আট মাস বয়সী এক সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কয়েকবার বিবাহ বিচ্ছেদের পর রোজিনা মোতালেবকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মোতালেব ঘরজামাই হিসেবে রোজিনার বাবার বাড়ি এরান্দহ গ্রামে বসবাস করছিলেন। বুধবার রাত ৩টার দিকে ঘুমিয়ে থাকা রোজিনাকে ধারাল ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন মোতালেব। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।