জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক প্রস্তুতি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জনগণের হৃদয়ে স্থান করে নিতে হলে আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের মাঝে পৌঁছাতে হবে। বিনয়, ভালোবাসা ও সেবার মাধ্যমে আমরা মানুষের মন জয় করবো। কঠোরতা বা উগ্রতা নয়, বরং নম্রতা, ধৈর্য ও সহানুভূতির মধ্য দিয়েই আমরা আমাদের বার্তা পৌঁছাবো। মানুষ এখন পরিবর্তন চায় — একটানা ব্যর্থ শাসনের পরিণতিতে তারা আজ দিশেহারা। এই পরিবর্তনের নেতৃত্ব আমরা দিতে চাই, তবে সেটি হতে হবে আদর্শ ও জনগণের ভালোবাসার ভিত্তিতে।’
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনে অবস্থানরত জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে চট্টগ্রাম ইসলামী অ্যাকাডেমি (বিআইএ) মিলনায়তনে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারা উপজেলার আমির মাস্টার আবদুল গণি’র সভাপতিত্বে, আসন কমিটির সচিব ও কর্ণফুলী উপজেলার আমির মাস্টার মনির আবছার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি মাস্টার মনছুর আলী, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, জেলা মানবসম্পদ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাছান, কর্ণফুলীর সেক্রেটারি নুরুদ্দীন জাহাঙ্গীর সহ উপজেলা নেতৃবৃন্দ



