যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চৌগাছা-কোটচাদপুর সড়কের শিশুতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং তার স্ত্রী সন্তান সম্ভাবা।
জানা যায়, জাহাঙ্গীর মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কোটচাদপুর যাচ্ছিলেন। পথে শিশুতলা বাজার নামক স্থানে পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের উপর পড়ে গেলে বাসের একটি চাকা তার মাথার উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর হোসেন। ঘটনায় আরেক আরোহী একই গ্রামের সেলিম হোসেন আহত হন।
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান বলেন, ‘জাহাঙ্গীর হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেয়।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।