লোহাগাড়ায় তাঁতী লীগ সভাপতির খামার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ১

বুধবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল তাঁতী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ভাই শহীদ মেম্বারের খামারবাড়ি এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
উপজেলা তাতী লীগ সভাপতির খামার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী
উপজেলা তাতী লীগ সভাপতির খামার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা তাতী লীগ সভাপতির খামার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল তাঁতী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ভাই শহীদ মেম্বারের খামারবাড়ি এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আটক করে।

আটক ইসমাইল হোসেন (৩২) বান্দরবান জেলার বান্দরবান সদর থানার উত্তর হারবাং কলাতলী এলাকার মো: ফিরোজের ছেলে।

এ সময় তার কাছ থেকে দুটি একনালা দেশীয় বন্ধুক, আটটি তাজা কার্তুজ (ফায়ারকৃত ৩টি), একটি অস্ত্র পরিষ্কারক, ২০০ গ্রাম গাঁজা, একটি রামদা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। ইতোপূর্বে পলাতক তাঁতী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ক্যাডাররা এ এলাকায় অবস্থান নিয়েছে জানিয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্প, লোহাগাড়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছিল এলাকাবাসী। অবশেষে প্রশাসনের টনক নড়েছে। ওই এলাকায় আরো অস্ত্রধারী থাকতে পারে ধারণা এলাকাবাসীর। পলাতক তাঁতী লীগ নেতা জাহাঙ্গীরের খামার বাড়িটি কিছুটা পাহাড়ি এলাকা হওয়ায় সন্ত্রাসীরা সেখানে অবস্থান করে উপজেলার বিভিন্ন স্থানে অপরাধ কর্মকাণ্ড সঙ্ঘটিত করে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বলেন, ‘ফরিয়াদিকুল এলাকায় জাহাঙ্গীর ও শহিদ মেম্বারের রাজত্ব চলে সবসময়। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। এমনকি কিছু দিন আগে মসজিদ করার জন্য জায়গা দিবে বলে যখন মসজিদের টাকা দিয়ে সেই জায়গা ভরাট করা হয় তখন আবার না দেয়ার কথা বলে। পরে ভরাট করা বালু নিতে গেলে সন্ত্রাসী দিয়ে হামলা করান জাহাঙ্গীর। আওয়ামী লীগ দেশছাড়া হলেও তাদের ক্ষমতা এখনো কমেনি বলে জানান তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিকে আইনিপ্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।