গফরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন

গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন
গফরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’ উপলক্ষে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অংশ হিসেবে শুক্রবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে এক মিনিট নিরবতা পালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এরপর উপস্থিত সবাই মিলে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই উপলক্ষে ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুন জানান, সারা দেশের মতো গফরগাঁও উপজেলা প্রশাসনও সরকারিভাবে এই কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ‘জুলাই পুনর্জাগরণ’ সফলভাবে আয়োজন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা নেয়া হয়েছে।

ওই কর্মসূচি পালনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, বিভিন্ন দফতরের কর্মকর্তা -কর্মচারী, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।