মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে শাফিউল মুজনবীন দীপ্ত (২৫)। নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শাফিউল মুজনবীন দীপ্ত (২৫)
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শাফিউল মুজনবীন দীপ্ত (২৫) |নয়া দিগন্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে শাফিউল মুজনবীন দীপ্ত (২৫)। নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারি অধ্যাপক মো: শহীদুল্লাহর একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শাফিউল মুজনবীন দীপ্ত কর্মস্থল দিনাজপুর থেকে বাস যোগে নিজ বাসায় ফিরছিলেন। শুক্রবার রাত দেড়টায় সময় বাস থেকে নামার পরপরই দ্রুতগামি আরেকটি পরিবহনের চাপায় প্রাণ প্রাণ হারান দীপ্ত।

হাইওয়ে টহল পুলিশ তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার যুমার নামাযের পর তার জানাযা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দীপ্তর অকাল মৃত্যুতে শোক প্রকশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির ইয়াহইয়া খান মারুফ, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।