হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা

২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় হাজীগঞ্জে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আজাদ সরকার। বিকেলে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেয়া হলে সেদিন রাতেই মারা যান।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Haziganj
হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা
হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা |নয়া দিগন্ত

চাঁদপুরের হাজীগঞ্জে ‘শহীদ আজাদ চত্বর’-এর উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে হাজীগঞ্জ চৌরাস্তার বিশ্বরোড এলাকায় চত্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক মো: নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় শহীদ আজাদ সরকারের ছেলে ও ছাত্রদলের স্থানীয় ওয়ার্ড সভাপতি আহমেদ কবির হিমেলও সেখানে উপস্থিত ছিলেন।

চত্বর উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো: মাহাবুব আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এবং দেশব্যাপী এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই চাঁদপুরে আমরা এসেছি।’

তিনি জানান, চত্বর উদ্বোধনের আগে নেতারা শহীদ আজাদ সরকারের পরিবারের সাথে দেখা করেন এবং খোঁজখবর নেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় হাজীগঞ্জে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আজাদ সরকার। বিকেলে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেয়া হলে সেদিন রাতেই মারা যান। আন্দোলনের প্রথম দিনেই এ ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।