ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, ‘জামায়াত গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের দল আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ জনগণের বিশ্বাস ও সমর্থন নিয়ে দেশপ্রেমিক দল হিসেবে জামায়াত আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সংগত সমাজ বিনির্মাণও আমাদের লক্ষ্য।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. ফয়জুল হক বলেন, ‘কাঁঠালিয়ায় কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। তার নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করে।’
তিনি তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপর জোর দেন। একইসাথে তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান। এছাড়া পথসভায় অংশগ্রহণকারীরা জামায়াতের নেতৃত্বে সরকার গঠন করে সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। উপজেলা আমির মাস্টার মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



