আখাউড়ায় স্বর্ণালঙ্কারসহ ৪ ছিনতাইকারী আটক

সোমবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়।

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
আটক ছিনতাইকারীরা।
আটক ছিনতাইকারীরা। |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত স্বর্ণালংকারসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়। এদিন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- তাসলিমা আক্তার (৩৫), মো: হৃদয় হোসেন (২৩), মো: নজু মিয়া (৩৫) ও মো: লিটন মিয়া (২২)।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আখাউড়া-কসবা সড়কের মনিয়ন্দ উত্তরপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রার সময় মনোয়ারা বেগম (৬০) নামে এক মহিলা এই চার ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা ভয় দেখিয়ে মনোয়ারার কাছ থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এই মহিলা থানায় অভিযোগ করলে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইনটি উদ্ধার করে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতার ছিনতাইকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবে না বলেও জানান তিনি।