বরগুনা-২ আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদের মনোনয়ন জমা

সোমবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
জামায়াত প্রার্থী সুলতান আহমেদের পক্ষে মনোনয়ন জমা
জামায়াত প্রার্থী সুলতান আহমেদের পক্ষে মনোনয়ন জমা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ডা: সুলতান আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

জামায়াত মনোনীত এ প্রার্থীর পক্ষে বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্না দলীয় ও সমর্থিত নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।