পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিবারের সাথে ঈদ উদযাপনের উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গার্মেন্টস শ্রমিক রানা (২৩)। তার পরিবারের সাথে কোরবানির ঈদ পালন করা হলো না।
আজ শুক্রবার সকালে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা সড়কে এই ঘটনা ঘটে।
রানা চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
জানা গেছে, ঈদের ছুটি শুরু হওয়ায় রানা ঢাকার গার্মেন্টস থেকে গত বৃহস্পতিবার (৫ জুন) বাসে নিজ বাড়ি দাঁথিয়া কয়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু আজ (শুক্রবার) সকালে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী তার কাছে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সাথে যোগাযোগ করেন।
দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, রানা বাসের ছাদে চড়ে বাড়ি আসছিলেন। রাতের কোনো এক সময় তিনি বাসের ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের বরাত দিয়ে খবর পাওয়ার পর পরিবারসহ তারা কালিহাতির উদ্দেশ্যে রওনা হয়েছেন রানার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার জন্য।