নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় দোয়া মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় দোয়া মাহফিল (২৭ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান।

দোয়া মাহফিলে ও বিএনপির অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি আবুল খায়ের, পৌর বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম সিরন, পৌর বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ইরন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাওলান মিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন,বিশিষ্ট ব্যবসায়ী মনির, সৌদি প্রবাসী সজীব, আহাদ সরকার, আব্দুল্লাহ হিল বাকি নেতাকর্মীরাসহ অন্যরা। দোয়া পরিচালনা করেন মুফতি ওমর ফারুক।

অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। আপনারাই আমার মূল শক্তি। উন্নয়নের ধারা গতিশীল করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন।’