মোরেলগঞ্জে পুল ভেঙে সবজি ব্যবসায়ীর মৃত্যু

শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
মোরেলগঞ্জ থানা
মোরেলগঞ্জ থানা |সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় একটি পুল ভেঙে গিয়ে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সবজি ব্যবসায়ীর ট্রলারটি পুলের সাথে বাঁধা ছিল। সিমেন্টবাহী ট্রলারটি পুলের নিচ দিয়ে বের হওয়ার সময় সজোরে ধাক্কা লাগে। এতে পুল ভেঙে গিয়ে সবজি ব্যবসায়ীর ট্রলারের উপর পড়ে এবং ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রলারে থাকা এক ব্যক্তি পানিতে পড়ে যান। স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা তানবির বাসার জানান, এই ব্যবসায়ী প্রতিদিন ট্রলারে করে কলা, কচু, কুমড়া ফুলহাতা বাজারে এনে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর এলাকায় হতে পারে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মতলুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশটি হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বাড়ি পিরোজপুর জেলায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে খালে তল্লাশি অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, ট্রলারে আরো কেউ ছিল।