ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. এ. আল মিনহাজকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা, পাগলা থানা ও পৌর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের সভাপতিত্বে ও পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী, পাগলা থানা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সেলিম আল হাসান, গফরগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান, পাগলা থানা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা গফরগাঁওয়ের কৃতি সন্তান মিনহাজের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, মিনহাজের এই অর্জন এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তার সক্রিয় ভূমিকা থাকবে।
সভাপতির বক্তব্যে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, দেশের নেতৃত্বে এখন যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের প্রয়োজন। মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব প্রদর্শন করছেন, তা গফরগাঁওয়ের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পায়। এই প্যানেলের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন এম. এ. আল মিনহাজ।