গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইয়াসিন শেখ (১৩) নামে এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে নিয়মিত ব্যাডমিন্টন খেলা করত গ্রামের শিশু-কিশোররা। খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে পরাজিত খেলোয়াড় ইয়াসিন শেখের (১৩) পরিহিত স্যান্ডেলে প্রতিপক্ষ রিফাত শেখ (১৫) পা দিয়ে চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে ইয়াসিনকে কিল-ঘুসি ও হাতে থাকা ব্যাডমিন্টন ব্যাট দিয়ে আঘাত করে রিফাত। পরে ব্যাটটি ভেঙে গেলে আবারো ব্যাটের লোহার রডের অংশ দিয়ে ইয়াসিনের বাম কান ও কাঁধে সজোরে আঘাত করে সে। এতে ইয়াসিন গুরুতর আহত হয়।
পরে তাকে প্রথমে রাজৈর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর রিফাত ও তার পরিবার পলাতক রয়েছে।



