হাদির ওপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ

গণভোট ও জাতীয় নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন অপশক্তি তৎপর রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকার পরও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে প্রশাসন মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
তাড়াশে বিক্ষোভ সমাবেশ
তাড়াশে বিক্ষোভ সমাবেশ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার সময় তারা তাড়াশ প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তারা প্রেসক্লাবের চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হোন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসার নীরবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো: সাদি, সদস্য স্বপ্নীল তাফসীর বাঁধন, জুলাইযোদ্ধা সোহান সিকদারসহ অন্যরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর যে ন্যাক্কারজনক হামলার হামলা হয়েছে, প্রশাসন ব্যবস্থা না নিলে তারা সারাদেশব্যাপি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

তারা আরো বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন অপশক্তি তৎপর রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকার পরও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে প্রশাসন মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।