কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিয়াম (২০) ও রশিদ (২৩) নামের মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রিজের প্রবেশ মুখ গোলচত্বরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিরপুর উপজেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক সিমা খাতুনের ছেলে সিয়াম (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রশিদ (২৩)।
সূত্র জানিয়েছে, শুক্রবারে তারা আনন্দ ভ্রমণে আসে ভেড়ামারার লালন শাহ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায়। ঘোরাঘুরি শেষ করে তারা মোটরসাইকেলে করে ফিরে যাচ্ছিলেন উপজেলার মিরপুরের নিজ বাড়িতে। লালন শাহ ব্রিজের প্রবেশ মুখ গোলচত্বরে আসা মাত্রই কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক মুখোমুখি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, ভেড়ামারা হাসপাতাল থেকে রাতেই লাশ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।



