সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষায় অভিযান চালিয়ে সেতুর নিচ থেকে বালু লুটের সময় ৯১টি নৌকা জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা নৌকাগুলো যৌথবাহিনীর হেফাজতে রয়েছে।
এর আগে রোববার ওই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আরো ১২টি নৌকা ও ১২ জন বালু লুটেরাকে আটক করে।
জানা যায়, গত জুলাই মাসে সাদাপাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। এরপর সরকার ধলাই ব্রিজ ও সাদাপাথর এলাকা রক্ষায় কঠোর অবস্থান নেয়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ ইতোমধ্যে ঢালারপাড় বালু লুটের মামলায় রূপা মিয়াসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। সাম্প্রতিক অভিযানে হাতেনাতে ধরা পড়া ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সোমবার সকালে মোবাইল কোর্টের অভিযানে বালু লুটের সময় ৯১টি নৌকা জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান জোরদার করা হয়েছে।
 


