মাহমুদুন্নবী তালুকদার

চতুর্দিকে জামায়াতের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে

বরিশাল-৬ আসনে জামায়াত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণ পরিবর্তনের আশায় জামায়াতের পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal
গণসংযোগ করেছেন অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার
গণসংযোগ করেছেন অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলছেন, ‘চতুর্দিকে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। আমরা যেখানেই যাচ্ছি জনগণ আগ্রহভরে আমাদের স্বাগত জানাচ্ছে।’

তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর গত ৫৪ বছরে তারা যে পরিবর্তনের স্বাদ পায়নি, সেটি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এখন জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এদেশের মানুষ।’

বুধবার বিকেলে বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে এক পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন দাড়িয়ালের কয়েকটি গ্রাম ও বাজারে পথসভা ও গণসংযোগ করেছেন অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। এসব কর্মসূচিতে জনগনের উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রথম পথসভাটি অনুষ্ঠিত হয় সিদ্দিক বাজারে। স্থানীয় জামায়াতের আয়োজনে সভায় মাওলানা মাহমুদুন্নবী তালুকদার প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ফিরোজ আলম, বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের প্রধান ও সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা ওলামা বিভাগের প্রধান মাওলানা নুরুল হক, উপজেলা যুব বিভাগের অফিস সম্পাদক হাসিবুর রহমানসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।

মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, বাকেরগঞ্জবাসী দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে আমরা স্বপ্নের বাকেরগঞ্জ গড়ে তুলব, ইনশাআল্লাহ। বাকেরগঞ্জবাসী বিগত দিনে জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধু হতাশাই পেয়েছে। তারা এবার নেতা নয়, সেবক চায়, যারা সবসময় জনগনের পাশে থাকবে। আমরা সর্বস্তরে দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসন উপহার দিতে বদ্ধপরিকর।

পথসভা শেষে সিদ্দিকবাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতার মাঝে গণসংযোগ করেন মাওলানা মাহমুদুন্নবী। একই দিন উত্তমপুর নুরিয়া সিনিয়র মাদরাসা ও দাড়িয়াল মিয়ার হাঁটে পথসভা ও গণসংযোগ করেন তিনি।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম শিকদার বলেন, পথসভা সাধারণত উপস্থিত লোকদের নিয়ে ছোটপরিসরে করা হয়। এসব সভার জন্য আমরা ব্যাপকভাবে প্রচার কিংবা দাওয়াতী কাজ করিনি। কিন্তু মানুষ যেভাবে জামায়াতের কর্মসূচিতে আগ্রহ নিয়ে এসেছে, সেটি অভাবনীয়। জামায়াত যে ইনসাফ-ভিত্তিক সমাজ কায়েমের কর্মসূচি নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে সেটিকে তারা স্বাগত জানিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বলে আমাদের বিশ্বাস।