শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিল করা নয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক সাঈদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো: আবদুর রহমান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে (পালং-জাজিরা) মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।



