‘শহীদ আবু সাঈদের জানাজায় যেতেও মানুষজনকে বাধা দিয়েছিল আ’লীগ’

জানাজা না হওয়া, জানাজায় লোকজন অংশগ্রহণ না করার জন্য এখানকার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা গ্রামের মানুষসহ তার পরিবারের সাথে যত ধরনের ফ্যাসিস্ট আচরণ করার দরকার সব করেছিল।

Location :

Panchagarh
শহীদ আবু সাঈদের বাড়িতে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
শহীদ আবু সাঈদের বাড়িতে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া |নয়া দিগন্ত

তোফাজ্জল হোসেন, বোদা (পঞ্চগড়)

কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব মো: ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘গণঅভ্যুত্থানের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে শহীদ হন আবু সাঈদ। তার লাশ রাজধানীর মোহাম্মদপুর থেকে যখন নিজবাড়ি পঞ্চগড় বোদার মাড়েয়া ইউনিয়নে পৌঁছায় সেদিন তার জানাজা নিয়েও অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। জানাজা না হওয়া, জানাজায় লোকজন অংশগ্রহণ না করার জন্য এখানকার চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা গ্রামের মানুষসহ তার পরিবারের সাথে যত ধরনের ফ্যাসিস্ট আচরণ করার দরকার সব করেছিল।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে শহীদ আবু সাঈদের বাড়িতে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘সেদিন তাদের রক্তচক্ষু উপেক্ষা করে এ ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন এবং সংক্ষেপে জানাজা করে তাকে দাফন করা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা বিভিন্নভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি। দল ক্ষমতায় এলে আপনাদের পরিবারকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আপনাদের সন্তানদের চাকরি দিয়ে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে-রকম পদক্ষেপ নেয়া দরকার আমরা নিব।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।