মিরসরাইয়ে বাসে ইয়াবাসহ চালক-সুপারভাইজার আটক

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চালক ও সুপারভাইজার ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এরপর বড়তাকিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসটি আটক করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে বাসে ইয়াবাসহ চালক-সুপারভাইজার আটক
মিরসরাইয়ে বাসে ইয়াবাসহ চালক-সুপারভাইজার আটক |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসে মাদক পরিবহনের অভিযোগে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

আজ সোমবার ভোরে উপজেলার বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বাসিন্দা এবং সুপারভাইজার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মাণ্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চালক ও সুপারভাইজার ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এরপর বড়তাকিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসটি আটক করা হয়। তল্লাশির সময় চালকের সিটের পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।