আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী পৌরসভায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে হাটহাজারী পৌরসভার ডাকবাংলো চত্বর থেকে সংক্ষিপ্ত এক পথসভার মাধ্যমে জাতীয় মহাসমাবেশের লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
পৌরসভা জামায়াতের আমির মাস্টার মাহমুদুল করিমের সভাপতিত্বে ও প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের নেতৃত্বে পৌরসভায় লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আবুল বাশার, ছিপাতলী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি অধ্যাপক ফজলুল কাদের, ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপকআব্দুল মান্নান তালিব, পৌরসবা জামায়াতের সেক্রেটারি আবু আহম্মদ, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, বিশিস্ট ক্রীড়া ও যুব সংগঠক আসলাম মোরশেদ, ওয়ার্ড সভাপতি মো: ফারুক, শ্রমিক নেতা আলী আকবর, জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি মো: ইফতেখার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।