কুষ্টিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ভ্যানচালক মোশারফ হোসেন মুসাকে নিজ বাড়ির বারান্দায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভ্যান চুরি করতে এসে কিংবা পূর্ব-শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়া জেলার ম্যাপ
কুষ্টিয়া জেলার ম্যাপ |নয়া দিগন্ত

কুষ্টিয়া সদর উপজেলায় মোশারফ হোসেন মুসা (২০) নামে এক ভ্যানচালককে তার বসতঘরের বারান্দায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মোশাররফ ওই গ্রামের মরহুম আকবর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসার পরিবারের লোকজন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। মুসার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। প্রতিদিনের মতো রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন তিনি। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, ভ্যান চুরি করতে এসে কিংবা পূর্ব-শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

নিহতের মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে হত্যা করবে এটা বিশ্বাসযোগ্য নয়। পূর্ব-শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, নিহত ব্যক্তির বুকে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে পুলিশি পদক্ষেপ নেয়া হচ্ছে।