নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে গোলাপ মিয়া (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জনৈক পাইক মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে কৃষক গোলাপ মিয়া বাড়ির অদূরের হাওরে অন্যদের সাথে বোরো ধান কাটছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত ঘটে। এতে তিনি মাটিতে ঢলে পড়েন। পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শফিকুজ্জামান জানান, বজ্রপাতে মারা যাওয়া কৃষকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।