পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নাজিরপুরে জামায়াতের বিক্ষোভ

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের গেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Pirojpur
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নাজিরপুরে জামায়াতের বিক্ষোভ
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নাজিরপুরে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের গেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল-আমিন খান, উপজেলা শিবির সভাপতি মো: আবু হানিফ এবং ইসরাফিল হাওলাদার।

বক্তারা বলেন, ‘যারা ৩৩ শতাংশ বা ৪৮ শতাংশ জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চার অনৈতিক সুবিধা নিতে চায়, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করে। যারা ৫৪ বছরের পুরোনো ও ক্ষতিকর বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায়, তারাই পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নেয়।’

তারা আরো বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও পেশিশক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে যারা সক্রিয়, দেশের সম্পদ বিদেশে পাচারে যারা সিদ্ধহস্ত, তারাই পিআর পদ্ধতির বিরুদ্ধে কথা বলে।’

বক্তারা পিআর ভিত্তিক নির্বাচন ও জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন জোরদার করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।