ময়মনসিংহে নাশকতার চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে জেলার ২০ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার অভিযানে সিটি করপোরেশনসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পুলিশ সুপার কাজী আখতার উল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ২৭টি স্পটে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে গতরাতে জেলার দুয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলেও তাৎক্ষণিক পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।’
এদিকে লকডাউন ঘোষণা করে ময়মনসিংহের রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো কর্মসূচি পালিত হয়নি। তবে ফ্যাসিস্ট প্রতিহতের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় ফ্যাসিস্টবিরোধী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সময় নগরীর বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতেও দেখা যায়। এছাড়া জামায়াতে ইসলামী মহানগর শাখা পৃথক মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



