লালপুরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ১২ নেতাকর্মীর জামিন

নাটোরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ১২ নেতাকর্মীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
নয়া দিগন্ত

নাটোরের লালপুরে খাইরুল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ১২ নেতাকর্মীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

শনিবার (৩১ মে) বিকেলে নাটোর কারাগার থেকে ১১ জন নেতাকর্মী মুক্তি পান। এর আগে গত বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে একজন মুক্তি পান।

জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে জনতার মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে উপজেলার কদিমচিলান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল বাশার মারা যান। এ ঘটনায় নিহত খাইরুলের ছোট ভাই শাহিন আলম একটি হত্যা মামলা করেন।

আরো জানা যায়, ওই মামলায় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর মামলার ১৩ জন আসামিকে যাবজ্জীবন সাজা দেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। রায়ের পরদিন ২০ ডিসেম্বর মামলার আসামির মধ্যে ১২ জন আদালতের কাছে আত্মসমর্পণ করেন। এরপর আসামিপক্ষ ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৭ মাস কারাবাসের পর মামলায় কারাবন্দী ১২ আসামিকে বৃহস্পতিবার জামিন দিয়েছেন উচ্চ আদালত।

এ সময় আদালত প্রাঙ্গণে নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ

বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াত শিবিরের নেতাকর্মীকে জেল, জুলুম হত্যার মাধ্যমে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু এ আন্দোলনের অকুতোভয় সৈনিকরা জীবন বাজি রেখে বাতিলকে দেশ থেকে তাড়িয়েছে। দেরিতে হলেও আদালত জামায়াতের নিরপরাধ নেতাকর্মীকে জামিন দিয়েছেন। শুকরিয়া!