মৌলভীবাজার প্রতিনিধি ও রাজনগর সংবাদদাতা
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: আব্দুল মান্নানের মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে তার বাড়ি অবরোধ করেছেন তার সমর্থক ও এলাকাবাসী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকাল থেকে তারা রাজানগর উপজেলায় আব্দুল মান্নানের বাড়ি অবরোধ করে রাখেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও তিনি অবরুদ্ধ রয়েছেন।
অবরোধকারী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্য থেকে প্রথমে জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মান্নানকে মনোনয়ন দেয়া হয়। হেভিওয়েট প্রার্থী হিসাবে প্রথম থেকেই আব্দুল মান্নান রাজনগর ও মৌলভীবাজার সদরের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন। এলাকায় ব্যাপক জনপ্রিয়তা তৈরির মাধ্যমে তিনি তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এম নাসের রহমানের বিপরীতে নিজেকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেন।
পরে, এ আসনে খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলালকে ১০ দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এতে জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে কর্মী-সমর্থক ও এলাকাবাসী আব্দুল মান্নানের বাড়ি অবরোধ করে রাখেন।
এ সময় অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সাথে কাজ করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেব? এজন্যই আমরা আমাদের প্রার্থীকে অবরোধ করে রেখেছি, যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন।
এবিষয়ে জামায়াত প্রার্থী আব্দুল মান্নান বলেন, ‘আমার বাড়ি সাধারণ জনতা ঘেরাও করেছে। আমি বিষয়টি জানিয়েছি। এছাড়া আর কিছু বলতে পারবো না।’
তবে তার ছেলে ডা: তানভীর বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করছেন। তিনি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন এজন্য সকাল থেকে সাধারণ মানুষ বাড়িতে এসে বাবাকে অবরোধ করে রেখেছেন। তবে এখানে জামায়াতের কোনো নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও আমার বাবার কর্মী-সমর্থক।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ দেড় বছর ধরে নির্বাচনকে সামনে রেখে মাঠে-ঘাটে ঘুরে বেরিয়েছেন। এ সময় সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করেছেন। বাবা যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন এজন্য বাড়িতে সবাই অবরোধ করছেন।’



