এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)
স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে। ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ও সমাজ উন্নয়ন কেন্দ্রের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বানিয়াচং’র সভাপতি ফরহাদ হোসেন বকুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার ও বানিয়াচংয়ের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়া মানে একজন মানুষের জীবনে নতুন আলোর সঞ্চার। এ ক্যাম্প শুধু একটি চিকিৎসা সেবা নয়, এটি একটি মানবিক দৃষ্টান্ত। এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ছানি রোগে আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে তাদের পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশন করানো হবে।‘
এছাড়া পর্যায়ক্রমে হবিগঞ্জের প্রতিটি উপজেলার গরীব ও মেহনতি মানুষের বিনা টাকায় ছানি অপারেশন করে দেয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, ডা: অধ্যাপক শাহিন রেজা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। অনুষ্ঠান শেষে চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি।