নড়াইলে পারিবারিক কলহের জেরে আপন ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখম করার অভিযোগে লাভলু খান লাবু (৪৭) ও তার ছেলে রাব্বি খানকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের রামপুরা পুঠিমারী গ্রামে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক বিরোধের একপর্যায়ে লাভলু খান তার ভাই বাবলু খান (৬০) ও ভাতিজা সাজ্জাদুল আলম খান বাপ্পীকে (৪২) ধারালো হাসুয়া ও সড়কি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় লাভলুর ছেলে রাব্বিও হামলায় অংশ নেন। আহত বাবলু ও বাপ্পীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গোপালগঞ্জ, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাঁশের হাতলযুক্ত দু’টি লোহার সড়কি এবং কাঠের হাতলযুক্ত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সূত্রপাত হয় যখন বাবলু খান তার স্ত্রীকে মারধর করতে গেলে তিনি আত্মরক্ষার্থে ছোট ভাই লাভলুর উঠানে আশ্রয় নেন। সেখানে পুনরায় মারধরের চেষ্টা করলে লাভলু বাধা দেন। একপর্যায়ে বাদানুবাদ ও ধাক্কাধাক্কির মধ্যে বাবলুর ছেলে বাপ্পি তালের ডাশা দিয়ে চাচা লাভলুকে আঘাত করেন। এরপর লাভলু ঘর থেকে হাসুয়া এনে বড় ভাই বাবলুকে এলোপাতাড়ি কোপান এবং ভাতিজা বাপ্পিকেও সড়কি দিয়ে আহত করেন। রাব্বি খানও সড়কি দিয়ে বাপ্পিকে আঘাত করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গুরুতর জখমের ঘটনায় পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।