কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীর মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে পাকুন্দিয়া পৌরসদরের প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাট মহল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা করে সংগঠনটির নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
জামায়াতে ইসলামী পাকুন্দিয়া শাখার সেক্রেটারি আ ন ম আবদুল্লাহ মোমতাজের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনীতি বিভাগের সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো: আজিজুল হক কাজল ও পাকুন্দিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামী পাকুন্দিয়া পৌরসভার আমির মাওলানা নাজমুল হক ও সেক্রেটারি মো: মোজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।



