সাভারে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের বই দিতে পারায় স্বস্তি বোধ করছি। শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে খুবই আনন্দ প্রকাশ করছেন। শিক্ষার্থীদের এ আনন্দে আমরাও আনন্দিত।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে
সাভারে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

বছরের শুরুতেই সাভারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাঁকজমকপূর্ণ বই উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঢাকার সাভারের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। অভিভাবকরাও বছরের প্রথম দিনে বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

সরেজমিন সাভার পৌর এলাকার ৬১ নম্বর রেডিওকলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা শিক্ষার্থীদের নতুন বছরের প্রথম দিন বই দেয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন।

সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতিমা জানান, বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের বই দিতে পারায় স্বস্তি বোধ করছি। শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে খুবই আনন্দ প্রকাশ করছেন। শিক্ষার্থীদের এ আনন্দে আমরাও আনন্দিত।

পঞ্চম শ্রেণির ছাত্রী আলিয়া নয়াদিগন্তকে জানান, আমি চতুর্থ শ্রেণি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম হয়েছি। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আমি খুবই খুশি। আমি ভবিষ্যতে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং সুশিক্ষা গ্রহণের মাধ্যমে ভাল মানুষ হতে চাই।