মনপুরার বিচ্ছিন্ন চরে লঞ্চঘাট পরিদর্শন ও রাস্তা উদ্বোধন করল নৌ-উপদেষ্টা

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন চরকলাতীতে নবনির্মিত কলাতলী লঞ্চঘাট ও বিচ্ছিন্ন অপর চর ডালচরে কামাল উদ্দিন লঞ্চঘাট পরিদর্শন শেষে লঞ্চঘাট এলাকায় নবনির্মিত রাস্তা উদ্বোধন করা হয়।

শাহাদাত হোসেন শাহীন, ভোলা

Location :

Bhola
চরে লঞ্চঘাট পরিদর্শন ও রাস্তা উদ্বোধন করল নৌ-উপদেষ্ঠা
চরে লঞ্চঘাট পরিদর্শন ও রাস্তা উদ্বোধন করল নৌ-উপদেষ্ঠা |নয়া দিগন্ত

ভোলা মনপুরার বিচ্ছিন্ন ও দুর্গম দুই চরে পৃথক পৃথক নবনির্মিত লঞ্চঘাট পরিদর্শন ও লঞ্চঘাট এলাকায় নবনির্মিত রাস্তা উদ্বোধন করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন চরকলাতীতে নবনির্মিত কলাতলী লঞ্চঘাট ও বিচ্ছিন্ন অপর চর ডালচরে কামাল উদ্দিন লঞ্চঘাট পরিদর্শন শেষে লঞ্চঘাট এলাকায় নবনির্মিত রাস্তা উদ্বোধন করা হয়।

এ সময় নৌ-উপদেষ্টা বলেন, ‘দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসরত বাসিন্দাদের নৌপথে যোগাযোগ সহজ করতে কাজ করছে সরকার।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, ওসি আহসান কবির ও বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন।

উল্লেখ্য, বিচ্ছিন্ন কলাতলী ও ডালচরে লঞ্চঘাট করায় ওই দুই অঞ্চলে ৩০ হাজার মানুষ নিরাপদ নৌযোগাযোগের সুবিধা পেয়েছে। এতদিন ওই অঞ্চলের বাসিন্দার কাঠের নৌকায় উত্তাল মেঘনা পাড়ি দিতে হতো। এখন তারা ঢাকা-হাতিয়া রুটে লঞ্চে যাতায়াত করছে।