ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় আ’লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের সার্বিক তত্ত্বাবধানে চান্না মন্ডলকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় আ’লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় আ’লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার |নয়া দিগন্ত

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডলকে (৭০) গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বুধবার সকালে গ্রেফতার আসামি চান্নাকে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোলাম মোস্তফা চান্না মন্ডল ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের মরহুম আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে শহরের স্টেশন রোডের ফকিরের বটতলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আটক চান্না মন্ডল ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০(৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর সত্যতা নিশ্চিত করে জানান, তাকে ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা মামলার আসামিদের গোলাম মোস্তফা চান্না মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কোনো মামলা রয়েছে কিনা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তাকে পাবনা কোর্টে পাঠানো হয়েছে।