ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের জামায়াতের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, প্রশাসনকে নিরপেক্ষতা প্রমাণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের ত্যাগ ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নে এক উঠান বৈঠকে, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
ডা: মানিক বলেন, জাতি অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন চায়। তিনি বর্তমানে চলমান চাঁদাবাজি ও দখলদারিত্বের ঘটনায় প্রশাসনের কাছে দায়িত্ব পালনে আরও সিরিয়াস হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। সকলের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তিনি।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, মাতুভুঞা ইউনিয়ন আমির মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।